Posts

Showing posts from August, 2017

আপনার ফেসবুক আইডি বাঁচাইতে চাইলে এই ম্যাসেজ সম্পর্কে জেনে রাখুন

Image
আপনার ফেসবুক আইডি বাঁচাইতে চাইলে এই ম্যাসেজ সম্পর্কে জেনে রাখুন  কয়েক দিন ফেসবুকে ঢোকেননি, তাই আপনার সব বার্তা মুছে যাবে—এমন বার্তা মেইলে আসতে দেখলে ওতে ক্লিক করার আগে সচেতন থাকুন। ই-মেইল পাঠিয়ে প্রতারণার বিষয়টি নতুন নয়। অনেক মেইল পরিচিত ই-মেইলের ছদ্মবেশে আসে। এ ধরনের মেইলগুলোকে স্ক্যাম বলে। এতে এমন কিছু বলা হয়, ই-মেইল ব্যবহারকারী এতে ক্লিক করতে প্রলুব্ধ হতে পারেন। এর প্রধান কৌশল থাকে কৌতূহল কাজে লাগানো, কিছু সুযোগ দেওয়ার কথা বলা ও ভীতি ছড়ানো। সম্প্রতি ফেসবুক নিয়ে নতুন ধরনের স্ক্যাম ছড়িয়েছে। এ মেইল পড়লে মনে হয়, ফেসবুক থেকে তা পাঠানো হয়েছে। এতে এমন কিছু বার্তা থাকে, যাতে বলা হয়—দ্রুত ব্যবস্থা না নিলে ফেসবুকে আসা সব বার্তা মুছে যাবে। যাঁরা এ ধরনের স্ক্যাম মেইল নিয়ে সচেতন কম থাকেন, তাঁদের আইডি-পাসওয়ার্ড সহজেই হাতিয়ে নিতে পারেন দুর্বৃত্তরা। ছোট ডিসপ্লের স্মার্টফোনের কারণে এ ধরনের স্ক্যাম মেইলে সহজে বোঝা যায় না। স্মার্টফোনে আসা নোটিফিকেশন ও বার্তার মধ্যে সহজে পার্থক্য ধরা পড়ে না। এ সুযোগটি কাজে লাগায় তারা। সম্প্রতি এমন ই-মেইল আসতে শুরু করেছে, যা ফেসবুকের নোটিফিকেশনের মতো দেখায়। এর